ক্যালিফোর্নিয়ায় বৈধ হলো গাঁজা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে বিনোদনমূলক ব্যবহারের জন্য বৈধ হলো গাঁজা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে একটি ভিন্ন ব্যালটে গাঁজা বৈধ বা অবৈধের ওপর ভোট হয়। এতে ক্যালিফোর্নিয়ার ৬৪ শতাংশ ভোটার বৈধতার পক্ষে ভোট দিয়েছেন।

বিবিসির আপডেট খবরে বলা হয়েছে, আগামীকাল অর্থাৎ স্থানীয় সময় বুধবার থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে বিনোদনমূলক ব্যবহারে বৈধ হচ্ছে গাঁজা।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের আরো চারটি রাজ্যে একই ইস্যুতে ভোট হচ্ছে। ভোটের ফলাফল প্রকাশিত হলে জানা যাবে ওইসব রাজ্যে গাঁজা বৈধ হচ্ছে কি না।