আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পাম স্প্রিংসে গুলিতে নিহত হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা।
শনিবার পারিবারিক বিরোধসম্পর্কিত খবর আসার পর সেখানে যান পুলিশের কয়েকজন সদস্য। ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের ওপর গুলি চালানো হয়। এতে দুজন নিহত হন এবং আরেকজন পুলিশ কর্মকর্তা আহত হন।
রয়টার্স অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
হামলাকারীর এখনো ধরতে পারেনি পুলিশ। তবে সন্দেহভাজন হামলাকারীকে ধরতে আশপাশে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় পুলিশ প্রধান ব্রিয়ান রেয়েস জানিয়েছেন, আশপাশের আসাবিক এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
নিহত দুই পুলিশ সদস্যের পরিচয় প্রকাশ করা হচ্ছে। তারা হলেন- জোস ভেগা (৩৫) এবং লেসলি জেরেবনি (২৭)। জেরেবনি দেড় বছর হলো পুলিশে যোগ দিয়েছেন। চার বছর বয়সি এক সন্তানের মা তিনি জেরেবনি। ব্রিয়ান রেয়েস জানিয়েছেন, ‘আমি এখনো দুঃস্বপ্নের এক রাত পার করছি।’
এদিকে সন্দেহভাজন হামলাকারীর বাবা জানিয়েছেন, এ ঘটনার কয়েক মিনিট আগে তার ছেলে পুলিশ কর্মকর্তাদের হত্যার কথা বলেছিল। ঘটনার পর তার ছেলে এসে সাহায্য চেয়েছিল। তবে স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, ছেলেটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল।