
‘চোখ’শিরোনামের একটি ছবির কাজ শেষ করে দীর্ঘদিন বিরতির পর আবারও শুটিংয়ে ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী।
এবার জানা গেল নতুন খবর। আসছে রোজা ঈদে মুক্তি পাবে বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমাটি। ২০১৬ সালে সিনেমায় নাম লেখানোর পর প্রতি ঈদেই মুক্তি পেয়েছে বুবলী অভিনীত সিনেমা।
কিন্তু সিনেমাটির একদিনের ফুটেজ নষ্ট হওয়ায় আবারও শুটিংয়ে অংশ নিতে হচ্ছে নায়িকাসহ প্রায় পুরো টিমকে।
জানা গেছে, আজ রাজধানীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুট চলছে, যেখানে শবনম বুবলীর সঙ্গে অংশ নিয়েছেন সিনেমাটির নায়ক নিরব হোসেনসহ অনেকেই।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক সৈকত নাসিরের ভাষ্য, ‘একদিনের শুটিংয়ের ভিডিও ফুটেজ নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার শুট করতে হচ্ছে। পাশাপাশি প্যাচওয়ার্কের কাজ বাকি ছিল। দুই দিন শুটিং করলে সব কাজ শেষ হয়ে যাবে।’
শবনম বুবলী খুব দ্রুতই শাকিব খানের বিপরীতে ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে।