
বার্তা বিভাগঃ কাল ঈদ! এমন ঈদ দেখনি মুসলিম বিশ্ব। সারা পৃথিবীর ১৮০ কোটি মানুষের জন্য এবারের ঈদ হয়েছে হতাশা আর কষ্টের। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, আজ সেই ঈদ যেন নিরাশার বাতি, যাই হোক সৃষ্টিকর্তা ভালো জানেন আমাদের কিভাবে রাখবেন তিনি।
তার মাঝেও একটু সুখ আর আনন্দ খুজে নেওয়াই আমাদের চেষ্টা। তাই ঈদের আনন্দ বা খুশি নয়, সাহাস আর শক্তি দিয়ে এগিয়ে যেতে চাই। করোনা যুদ্ধে আজ ডাক্তার-নার্স, প্রশাসন ও সরকারের সাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে চলেছে গণমাধ্যমকর্মীরা।
আজ সকল করোনা যুদ্ধে নিয়োজিত যুদ্ধাদের সালাম, করোনা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি ক্রাইম পেট্রোল বিডির গভীর শ্রদ্ধা। মনে কষ্ট বুকে যন্ত্রণা নিয়ে সকলকে জানাই ঈদ মোবারক।