বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক নির্মাণ করেছেন ‘ক্রাইম রোড’ শিরোনামের সিনেমা। এতে অভিনয় করছেন এ প্রজন্মের একঝাঁক তারকা। সিনেমাটি আগামী ২৪ মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তিকে সামনে রেখে গত ১০ মার্চ ইউটিউবে এ সিনেমার টিজার প্রকাশ করা হয়।
১ মিনিট ১৫ সেকেন্ডের এ টিজারে অ্যাকশন দৃশ্য গুরুত্ব পেয়েছে। এছাড়া কিছু রোমান্টিক দৃশ্যও দেখানো হয়েছে।
শরীফ চৌধুরী প্রযোজনায় এ সিনেমাটি আশুলিয়া সিনে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। অ্যাকশন ঘরানার এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ, বিপাশা কবির, শরীফ চৌধুরী, রুমাই নোভিয়া, শিশির, সাদিয়া আফরিন, জেমি, শামীম, সজল, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহমেদ, আহমেদ শরীফসহ অনেকে। সিনেমাটির সার্বিক তত্ত্বাবধান করছেন সনি মুভিজ ইন্টারন্যাশনাল।
এর আগে সিনেমা প্রসঙ্গে পরিচালক সায়মন তারিক বলেছিলেন, ‘সিনেমাটির শুটিং শেষ করেছি অনেক আগেই। চলতি বছরের শুরুতে এর সেন্সর ছাড়পত্র হাতে পাই। সিনেমাটির গল্প কয়েকজন বন্ধুকে ঘিরে। এখানে কয়েকটি জুঁটি দেখা যাবে। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
সিনেমাটিতে মোট ছয়টি গান রয়েছে। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তানজিলা রুমা, প্রতিক হাসান, লেমিস। সংগীত পরিচালক আলী আকরাম শুভ এবং নৃত্য পরিচালনা করেছেন হাবিব।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর কাকরাইলের ভিসটেক স্টুডিওতে এ সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ হয়েছে।
ভিডিও…
https://youtu.be/h5WSYZHmOoI