ক্রাশের দৃষ্টি আকর্ষণ করুন

কাউকে যদি পছন্দ হয়, তাহলে তার দৃষ্টি আকর্ষণ করতে কে না চায়। কিন্তু এমনও হয়, বহুবার চেষ্টার পরেও আপনার দিকে নজর দিচ্ছে না পছন্দের মানুষটি। এ কারণে অনেকে হতাশ হয়, হৃদয় ভেঙে যায়।

কারও ওপর ক্রাশ খেয়েছেন আর সে আজও সেটা বুঝতেই পারছে না? আসুন, জেনে নেই ক্রাশের নজর কাড়তে করণীয় কিছু দিক- নির্দেশনা

বন্ধুত্ব গড়ে তুলুন

যাকে পছন্দ করেন, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। শুরুতে অল্পস্বল্প কথাবার্তা বলুন। ধীরে ধীরে বন্ধন দৃঢ় করুন। সম্পর্কের শক্ত ভিতই হচ্ছে বন্ধুত্ব। আর এর মাধ্যমে আপনি তার সম্পর্কে জানতেও পারবেন।

কাজে দায়িত্বশীল হোন

নিজের কাজ ও ক্যারিয়ারের প্রতি মনোযোগী হোন। এটি আপনার পছন্দের মানুষটির দৃষ্টি আকর্ষণ করবে। সে বুঝবে, আপনি জীবনকে প্রাধান্য দেন এবং স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর। এতে আপনার প্রতি তার মনোযোগ বাড়বে।

পছন্দের অংশীদার হোন

যাকে পছন্দ করেন, তার প্রিয় ও শখ সম্পর্কে জানুন। ধরা যাক, আপনার ক্রাশ ফুটবল খেলতে পছন্দ করে, তাহলে তার সঙ্গে খেলায় অংশ নিন। যদি আপনি তাতে পারদর্শী না হন, তবে ওই মানুষটিই আপনাকে শিখিয়ে দেবে। এভাবে সে আপনার সম্পর্কে জানবে এবং আপনার প্রতি ভালো লাগা শুরু হবে।

বেপরোয়া হবেন না

আপনি ক্রাশের নজর কাড়তে চান, ঠিক আছে। এর মানে এই নয় যে তার সামনে বেপরোয়া আচরণ করবেন। এতে সে আপনার ওপর বিরক্ত হবে আর আপনি তার মন পাওয়ার সুযোগও হারাবেন।

যত্নবান হোন

যাকে পছন্দ করেন, তার প্রতি যত্নবান হোন। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। যত্নবান মানুষকে সবাই পছন্দ করে। দুঃসময়ে তার পাশে থাকুন। এতে তার সঙ্গে আপনার বন্ধন দৃঢ় হবে।

সহায়তা করুন ও সহায়তা নিন

বিশ্বাস করুন আর না-ই করুন, দৃষ্টি আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সহায়তা। যদি পছন্দের মানুষটির কোনো নির্দিষ্ট কাজে সহায়তার প্রয়োজন হয়, তাবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন। তার সমস্যা সমাধানের চেষ্টা করুন। একইভাবে, আপনারও যদি তার কাছ থেকে কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে নির্দ্বিধায় বলে ফেলুন। এভাবে দুজন কাছে আসতে পারবেন।

তার সঙ্গে সময় কাটান

যাকে পছন্দ করেন, তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। আপনারা একসঙ্গে ভোজ করতে পারেন, পাশাপাশি বসে কাজ করতে পারেন। এ ছাড়া সিনেমা দেখতে যেতে পারেন বা দীর্ঘ সময় একসঙ্গে হাঁটতে পারেন। একত্রে দীর্ঘ সময় কাটালে মানুষ কাছে আসে। এতে বন্ধন দৃঢ় হয়।

যা হোক, যদি দেখেন এত কিছুর পরেও আপনার প্রতি দৃষ্টি নেই তার, তবে হতাশ হবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাস বাড়ান।