বিনোদন ডেস্ক : ক্রিকেটারদের সঙ্গে শোবিজ তারকাদের প্রেম নতুন কোনো ঘটনা নয়। অতীতে এরকম প্রেম অনেকই দেখা গেছে। সম্প্রতি অভিনেত্রী হেজেল কিচকে বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। এছাড়া বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই বলিপাড়ায় উড়ছে।
এবার শোনা যাচ্ছে, চাক দে ইন্ডিয়া সিনেমা খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে প্রেম করছেন ক্রিকেটার জহির খান।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত চার মাস ধরে প্রেম করছেন জহির-সাগরিকা। তাদের দুজনেরই এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সম্প্রতি যুবরাজ-হেজেলের বিয়েতেও একসঙ্গে এসেছিলেন তারা। তারপরই গুঞ্জন আরো জোরালো হয়েছে।
এদিকে সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সাগরিকাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন জহির। সম্ভবত এই প্রস্তাবে রাজিও হয়েছেন এ অভিনেত্রী। তাই খুব শিগগিরই তাদের বিয়ের সানাই বাজতে পারে।
তবে জহির খানের সঙ্গে শোবিজ তারকাদের প্রেম এবারই প্রথম নয়। এর আগে ইশা শার্বানির সঙ্গে
আট বছর প্রেম করেছেন সাবেক এ পেস বোলার। পরে তাদের মধ্যে ব্রেকআপ হয়। এরপর ভিজে রামোনা এরেনার সঙ্গে জহিরের প্রেমের গুঞ্জন শোনা যায়।
সাগরিকা চাক দে ইন্ডিয়া সিনেমায় প্রীতি সাবারওয়াল চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। এছাড়া ফক্স, মিলে না মিলে হাম, রাশ, প্রেমাচি ঘোশতা, জী ভর কে জী লে এবং দিলদরিয়া সিনেমায় অভিনয় করেছেন তিনি।