ক্রীড়া ডেস্ক : ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আবদুল মতিন না ফেরার দেশে চলে গেছেন। সোমবার দিবাগত রাত ১টায় তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি।
আশরাফুলের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ২০০৬ সালে তার হার্ট অপারেশন হয়। এরপর গত মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আশরাফুলের বাবা।
সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আশরাফুলের বাবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে শক দেয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। এরপর রাত ১টার দিকে অ্যাপোলো হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন
সকালে বনশ্রীতে আশরাফুলের বাবার জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে ব্রাক্ষ্মনবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।