
ক্রীড়া ডেস্ক: দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা কখনোই তিনশ রানের বেশি তাড়া করে জিতেনি। শুক্রবার প্রথমবারের মতো তিনশ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের দেওয়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে।
ক্লাইভ লয়েড, স্যার ভিভিয়ান রিচার্ডস, ব্রায়ান লারা ও ক্রিস গেইলরা যা করে দেখাতে পারেনি তা করে দেখালেন এভিন লুইস, কিরণ পাওয়েল ও জেসন মোহাম্মদরা।
এর আগে সর্বোচ্চ ৩০০ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার করা ২৯৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৩০০ রান। তবে দ্বিতীয় ইনিংসে তাদের সর্বোচ্চ রান ৩২৯। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এ রান করে মাত্র ১ রানে হেরেছিল জেসন হোল্ডারের দল। ভারতের বিপক্ষে ২০০৭ সালে ব্রায়ান লারার দল ৩২৪ করে হেরেছিল ১৪ রানে। দুই বছর পর ভারতের বিপক্ষে ক্রিস গেইলের দল ৩১৯ রান করেও ২০ রানের আক্ষেপে পুড়েছিল।
গায়ানায় পাকিস্তানের দেওয়া পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে জেসন মোহাম্মদের ৯১ রানের ইনিংসে সহজে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ে বড় অবদান রাখেন এভিন লুইস ও কিরণ পাওয়েল। লুইস ৪৭ ও পাওয়েল ৬১ রান করেন।
১৯৭৩ সালে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল ৭৫২তম ওয়ানডে ম্যাচ খেলে ক্যারিবিয়রা। ৭৫২ ম্যাচে তাদের জয় ৩৭৮ ম্যাচে। হেরেছে ৩৪১টিতে। ৯টি ম্যাচ ড্র হয়েছে। ফল আসেনি ২৪ ম্যাচে।