ক্রিকেটে ফিরছেন আরাফাত সানি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন আরাফাত সানি। মাঝপথে আইসিটি আইনে জনৈক তরুণীর করা মামলায় কিছুদিন জেল খাটেন জাতীয় দলের এ স্পিনার।

এ মাসেই অন্তবর্তীকালীন জামিনে ছাড়া পান আরাফাত সানি। আরাফাত সানির ভাগ্যটা যে সুপ্রসন্ন, সেটা বলার অপেক্ষা রাখেনা। ৯ মার্চ অন্তবর্তীকালীন জামিনে আসার মাত্র এক সপ্তাহের মধ্যেই নিবন্ধন করলেন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল)।

শনিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দল বদলের দ্বিতীয় দিন সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে। আর ডিপিএলের দল বদলের শেষ দিনে প্রাইম দোলেশ্বরে নাম লেখিয়েছেন আরাফাত সানি। গত আসরে অবশ্য শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলেছিলেন এই অফস্পিনার।