ক্রিকেট খেলার বল চুরিকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামে ক্রিকেট খেলার বল চুরিকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে এই সংঘর্ষ হয়।

গুরুতর আহত সাফায়েত উল্লার (৩২), আবু আলী খান (৬৫), রাসেল খান(২৮), বাবুল খান (৫০), চাঁদনী আক্তার (৯), মিম (১৩), হিরন মিয়া (৪০), পলাশ মিয়া (৩৫), সাইদুল ইসলাম (২২) ও রুবেলকে (২৬) মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাফায়েত উল্লার অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মদন উপজেলার আলমশ্রী গ্রামের আবদুল হাইয়ের সঙ্গে একই গ্রামের আবু আলী খানের গ্রাম্য বিরোধ চলছিল। আজ বিকেলে আবু আলী খানের ছেলে বাবুল মিয়া ও তার কয়েক বন্ধু মিলে গ্রামের মাঠে ক্রিকেট খেলছিল। আবদুল হাইয়ের ছেলে কাকন মিয়া বল চুরি করে নিয়ে গেলে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বিকেল ৫টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজেদুর রহমান সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনোক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।