ক্রিকেট চায় না অলিম্পিক গেমসে ভারত!

ক্রীড়া ডেস্ক : গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসে ফুটবল ও হকি রয়েছে বহু আগে থেকে। সবশেষ ১৯০০ সালে অলিম্পিকে ক্রিকেট খেলাটি ছিল। এরপর গেল ১১৭ বছরেও অলিম্পিক গেমসে নেই ক্রিকেট নামক কোনো ইভেন্ট। তবে শতাধিক বছর ধরে বাইরে থাকা ক্রিকেটকেও এই গেমসে অন্তর্ভূক্ত করতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি চাচ্ছে ২০২৪ থেকে ক্রিকেটও থাকুক অলিম্পিক গেমসে। যেখানে পুুরুষ ও মহিলা দল টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে। অংশ নিবে ১২টি দেশ।

সে লক্ষ্যে আইসিসি ২০১৪ সাল থেকে কাজ করে আসছে। ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে আইসিসি মতামত চেয়েছে ভারতের। তাদের সহযোগিতাও কামনা করেছে আইসিসি। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় বাজারের মালিক বিসিসিআইয়ের অধিকাংশ কর্মকর্তা এই বিষয়ে নেতিবাচক। তারা চায় না অলিম্পিক গেমসে ক্রিকেট থাকুক। তাদের না চাওয়ার পেছনে অবশ্য কারণ রয়েছে।

অলিম্পিকে খেললে তারা কতটুকু আর্থিকভাবে লাভবান হবে সেটা নিয়ে সন্দিহান তারা। তাছাড়া অলিম্পিকে যদি ক্রিকেট অন্তর্ভূক্ত হয় এবং ভারত যদি সেই ইভেন্টে অংশ নিতে চায় তাহলে বিসিসিআইকে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে যেতে হবে। তাতে করে বিসিসিআইয়ের সার্বভৌমত্ব খাটো হবে। তাই বিসিসিআইয়ের অধিকাংশ কর্মকর্তা অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তির বিষয়টি নিয়ে নেতিবাচক মত প্রকাশ করেছেন। অবশ্য বিষয়টি নিয়ে ভেবে দেখার সময় রয়েছে বিসিসিআইয়ের হাতে।

কারণ, আগামী সেপ্টেম্বর মাসে ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভূক্ত করার জন্য বিডিং অনুষ্ঠিত হবে। সেখানে ভারত অংশ নিবে না সেটা কিন্তু স্পষ্ট করে বলেনি। হয়তো নিতেও পারে। কারণ, ভারতের অধিকাংশ লোক অলিম্পিকে ক্রিকেট থাকার পক্ষে। সেই তালিকায় রয়েছেন শচীন টেন্ডুলকারদের মতো গ্রেটরাও।