ক্লুপের চোখে সেরা খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক: বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টুমন্ড ছেড়ে ২০১৫ সালে ইংলিশ লিগের ক্লাব লিভারপুলে আসেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লুপ। চলতি মৌসুমে তার নেতৃত্বে দারুণ খেলছে লিভারপুল।

প্রতিযোগিতামূলক এই লিগে প্রতিপক্ষ কোচ ও খেলোয়াড়দের কৃতিত্ব দিতে কার্পণ্য করছেন না তিনি।মৌসুমের শুরতে ইংলিশ লিগে নিজের সেরা খেলোয়াড়ের কথা জানিয়েছেন ক্লুপ।

পক্ষপাতিত্ব করে নিজের প্রশিক্ষিত কুতিনহো, ফিরমিনহো কিংবা এই মৌসুমে যোগ দেওয়া সাদিও মানের কথা বলেননি তিনি। জার্মান এ কোচের মতে ইংলিশ লিগের সেরা খেলোয়াড় ডেভিড সিলভা।

স্কাই স্পোর্টসের এক সাক্ষাতকারে লিগ প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার সিটির তারকা সিলভা সেরা খেলোয়াড় বলে জানান ক্লুপ। সিলভার প্রশংসা করেন ক্লুপ বলেন, ‘আমি ডেভিড সিলভাকে পছন্দ করি সে বিস্ময়কর একজন খেলোয়াড়।সে খুব দক্ষতাসম্পন্ন এবং তার দৃষ্টিভঙ্গিও অসাধারণ। এ মৌসুমের তার নাম খুব বেশি না শোনা গেলেও মাঠে তার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। আমি তার খেলার ধরণকে বেশ পছন্দ করি। আমি অন্য দলের খেলোয়াড়ের প্রতি ততটা আগ্রহী না। কেননা আপনি সুযোগ দিতে চাইলে তারা বিপজ্জনক হয়ে উঠতে চায়।’