ক্ষতিপূরণ-বিচার দাবিতে সাঁওতালপল্লিতে গণশুনানি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে উচ্ছেদ করা সাঁওতালদের ক্ষতিপূরণ ও হামলাকারীদের শাস্তির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের ইক্ষুখামার-সংলগ্ন মাদারপুর গ্রামে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে অনুষ্ঠিত শুনানিতে কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি ছামছুল হুদা, কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদসহ সাঁওতাল নেতারা বক্তব্য রাখেন।

পরে ঘাতক দালাল নির্মূল কমিটির ১৮ সদস্যের প্রতিনিধিদলটি মাদারপুর ও জয়পুর সাঁওতালপল্লি পরিদর্শন করে।