ক্ষমতায় গেলে ডা. শামসুল আলম খান মিলন হত্যা মামলার বিচার আমরাই করব

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতায় গেলে ডা. শামসুল আলম খান মিলন হত্যা মামলার বিচার আমরাই করব।

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ দুঃখ করে বলেন, আমার হাতে রক্তের দাগ নেই। হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় বিশ্বাসী না। জনগণের ভালোবাসার মধ্যে দিয়ে আবারো ক্ষমতায় আসতে চাই।

সভায় সভাপতিত্ব করেন দলের কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বর্তমান বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ। এতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।