ক্ষমতা গ্রহণের আগেই তাইওয়ান নিয়ে নীতি ভাঙলেন :ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা গ্রহণের আগেই তাইওয়ান নিয়ে নীতি ভাঙলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন। ১৯৭৯ সালে এ দেশের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বিচ্ছিন্ন করার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট হিসেবে তাইওয়ানের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন।

ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ও ইং-ওয়েনের সঙ্গে কথোপকথনে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের বিষয়গুলো এসেছে।

তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগের ঘটনা চীনকে ক্ষেপিয়ে তুলতে পারে। এখনো একটি প্রদেশ হিসেবে তাইওয়ানকে বিবেচনা করে চীন।

ট্রাম্প এক টুইটে জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানাতে ইং-ওয়েন তাকে ফোন করেছিলেন। তা ছাড়া ট্রাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসে ইং-ওয়েন তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্প তাকে অভিনন্দন জানিয়েছেন।