আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে তার ছোট ভাই মাইকেল জুমা ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হয় তার ভাইকে ক্ষমতা ছাড়তে হবে নতুবা তাকে গুপ্তহত্যার ঝুঁকিতে থাকতে হবে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরোধী দলগুলো জুমার পদত্যাগ দাবি করেছে। কয়েক মাস আগে জুমার বিরুদ্ধে দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি সে অভিযোগ প্রত্যাহার করেছেন। একইসঙ্গে তিনি বিরোধীদের পদত্যাগের প্রস্তাবও প্রত্যাখান করেছেন। ২০১৯ সাল নাগাদ তিনি ক্ষমতা ছাড়ছেন না বলে ইঙ্গিতও দিয়েছেন।
মাইকেল জুমা বলেন, ‘ আমার ভাই বেশ কঠিন সময় পার করছে। এ ধরণের কঠিন সময় আমি আগে দেখিনি। আমার ভাই এতোটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে যে আপনার আশঙ্কা হবে তারা তাকে হত্যা করে ফেলবে।’
প্রেসিডেন্টের মুখপাত্র বনগানি এনজিগুলঙ্গা জানিয়েছেন, তিনি পারিবারিক কোনো বিষয়ে মন্তব্য করতে পারবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড মাহলোবো জানিয়েছেন, তিনি জুমার নিরাপত্তার বিষয়ে কিছুই বলতে পারবেন না। তিনি বলেন, ‘ আমরা কখনো প্রেসিডেন্টের নিরাপত্তার বিষয়ে আলোচনা করি না।’