ক্ষমা চাইলেন দেব

বর্ধমানের পূর্বস্থলী উত্তর, বর্ধমান উত্তর ও গলসিতে জনসভা করার কথা দেব-এর। বর্ধমান যাওয়ার পথে হেলিকপ্টারে প্রযুক্তিগত সমস্যার কারণে
উড়ছে না হেলিকপ্টার। তাই সময় মতো পৌঁছেতে পারেনি সভায়। জনসভায় আসতে না পারায় মন খারাপ অভিনেতার।

পাইলটকে সঙ্গে নিয়ে ভিডিও বার্তা পাঠালেন ফ্যানদের। ক্যাপ্টেন বিপিন ছিলেন তার পাইলট। এগারোটার সময় জনসভা হওয়ার কথা ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও সমস্যার সমাধান হল না। প্রযুক্তিগত সমস্যার কারণেই পৌঁছতে পারলেন না, সেকথা জানালেন সব ফ্যানদের। বারবার ক্ষমা চাইলেন দেব। মাথায় এই রোদ নিয়ে যারা শুধুমাত্র একবার তারকাকে সামনে থেকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন, বা যাঁরা আসার প্ল্যান করেছিলেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আরও জানালেন খুব শিগগির দেখা করতে আসবেন সকলের সঙ্গে।

অভিনেতাকে দেখতে বা তার কথা শুনতে যারা অপেক্ষা করলেন তাদের জানান দলের অন্য কর্মীদের কোনও দোষ নেই, তাই ভক্তরা যেন কোনওভাবেই কারোর ওপর ক্ষোভ প্রকাশ করে না ফেলেন। মঙ্গলবারের মধ্যেই সকবের সঙ্গে দেখা করার আশ্বাস দিলেন সুপারস্টার।