ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে চীনের সরকারি সংবাদমাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের প্রেসিডেন্ট ছা ইং ওয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে চীনের সরকারি সংবাদমাধ্যমে। রোববার চীনা ডেইলিতে প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি নিয়ে যে জ্ঞানের অভাব রয়েছে এর মাধ্যমে সেটাই প্রমাণিত হয়েছে।

তাইওয়ানকে একটি বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে দেখে চীন। প্রায় চার দশক পর যুক্তরাষ্ট্রের গৃহীত ‘এক চীন’ নীতি লঙ্ঘন করে শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার ‘এক চীন’ নীতি গ্রহণ করার পর দেশটির কোনো প্রেসিডেন্ট ফোনে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি।

সম্পাদকীয়তে বলা হয়েছে, তাইওয়ানের সঙ্গে এ সম্পর্ক ট্রাম্প ও তার ট্রানজিশন টিমের পররাষ্ট্রনীতি বিষয়ে অনভিজ্ঞতার প্রকাশ ছাড়া আর কিছুই নয়।

এর আগে বেইজিংয়ের সরকার নিয়ন্ত্রিত আরেকটি সংবাদপত্র দ্য গ্লোবাল টাইমস লিখেছে, ‘ ট্রাম্প যদি এক চীন নীতি লঙ্ঘন করতে চান, তাহলে তিনি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ধংস করবেন। এর মানে হচ্ছে, বর্তমানে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা শেষ হয়ে যাবে। আমরা বিশ্বাস করি ট্রাম্প এটা চান না।’

সংবাদমাধ্যমটি তাইপেকেও সীমালঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে। পত্রিকাটি বলেছে, ‘যদি তাইওয়ান সরকার রাষ্ট্রীয় মর্যাদা লঙ্ঘন করে তাহলে তাদেরকে অবশ্যই এর মূল্য দিতে হবে।’