ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয়েছে বলে বুধবার দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে উপকূলীয় শহর সিনপোতে এ পরীক্ষা চালানো হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে সিনপোতে একটি সাবমেরিন ঘাঁটি রয়েছে।

 

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ উদ্যোগে দুদিন আগে বার্ষিক সামরিক মহড়া শুরু হয়েছে। মহড়ার আগে উত্তর কোরিয়া এর নিন্দা জানিয়েছিল এবং উস্কানি পেলে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছিল। এর পরপরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।

 

গত জানুয়ারিতে চতুর্থবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এরপর ফেব্রুয়ারিতে দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন অবরোধের মুখে থাকা পিয়ংইয়ংয়ের ওপর আরো কঠোরতা আরোপ করে জাতিসংঘ। এরপরেও চলতি বছর একাধিকার বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কেবল গত তিন মাসেই দেশটি কমপক্ষে তিনবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে এগুলোর একটিও সফল হয়নি।