
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি চিকিৎসক দল। এ পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ১৫০ জনকে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে সোমবার সকাল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় পুড়ে কিংবা ভেঙে পড়া টিনের চাল বা তারকাঁটার আঘাতে আহত হয়েছেন এমন প্রায় ১৫০ জনকে প্রাথমিক চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়েছে।
মঞ্জুর-ই-মওলা আরো জানান, বিভিন্ন রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাসেবা দেবে ডিএনসিসির চিকিৎসক দল। প্রয়োজনে এর পরেও চিকিৎসা দেওয়া হবে।