কয়রা উপজেলায় জামায়াতে সাধারণ সম্পাদকসহ ৪ জনকে শুক্রবার গভীর রাতে আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা : নাশকতার পরিকল্পনার অভিযোগে খুলনার কয়রা উপজেলা জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক আশাফুর রহমানসহ ৪ জনকে শুক্রবার গভীর রাতে আটক করেছে পুলিশ।

আটককৃত অন্যরা হলেন, থানার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ, আব্দুল হাই সিদ্দিকী ও শূরা সদস্য জামাল হোসেন। তাদেরকে উপজেলার গোবরা গ্রাম থেকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, জামায়াত নেতারা নাশকতার পরিকল্পনা করছিলো- এমন অভিযোগে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বেশ কিছু জিহাদি বইও উদ্ধার করা হয়। আটককৃতদের কয়রা উপজেলা আদালতে প্রেরণ করা হয়েছে।