বিনোদন ডেস্ক : কয়েকদিন পরই শুরু হচ্ছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন-টেন’। অনুষ্ঠানটির অপেক্ষায় দিন গুনছেন সালমান খান ভক্তরা।
শোনা যাচ্ছে, অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রচারণার জন্য এই রিয়েলিটি শোয়ে হাজির হবেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে টিভি শোয়ে তাদের দেখা যাক আর না যাক সিনেমার পর্দায় আবারো দেখা যেতে পারে সালমান-ঐশ্বরিয়া জুটি।
ভারতের জনপ্রিয় একটি ম্যাগাজিনের বরাত দিয়ে দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সালমানের সঙ্গে সিনেমায় কাজ করতে রাজি আছেন ঐশ্বরিয়া। তবে এজন্য তার একটি শর্ত রয়েছে। সেটি হলো- সিনেমার চিত্রনাট্য এবং পরিচালক দুটিই অসাধারণ হতে হবে।
সালমান-ঐশ্বরিয়া জুটির হাম দিল দে চুকে সনম মন ছুঁয়ে ছিল দর্শকদের। এ জুটিকে আবার পর্দায় দেখতে মুখিয়ে সালমান ভক্তরা। বলিউডের প্রথম সারির নির্মাতারা হয়তো এবার বিষয়টি আমলে নিয়ে কাজ শুরু করবেন।
আগামী ১৬ অক্টোবর থেকে সম্প্রচার শুরু হবে ‘বিগ বস সিজন-টেন’র। এর সঞ্চালক হিসেবে থাকবেন সালমান খান। এ নিয়ে টানা পাঁচ সিজন সঞ্চালক হিসেবে দেখা যাবে এ অভিনেতাকে।