খাগড়াছড়ি : অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তি দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
বুধবার সকাল থেকে জেলার সব সড়ক অবরোধ করা হয়। দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় খাগড়াছড়িতে আগত পর্যটক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
সহকারী পুলিশ সুপার (এএসপি) রইছ উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ গুলো পুলিশ পাহারায় খাগড়াছড়িতে প্রবেশ করেছে। এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে।
রোববার দিবাগত রাতে লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যানের বাসভবনে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ সুপার জ্যোতি চাকমাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পর গত মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক অবরোধের ডাক দেয় সুপার জ্যোতি চাকমা মুক্তি কমিটির সদস্য ও লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউনিয়নের চেয়ারম্যান ত্রিলন চাকমা দয়াধন।