নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) শেখ মো. মিজানুর রহমানের কোটিপতির হওয়ার রহস্য উন্মোচনে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গাড়ি-বাড়িসহ কোটিপতি হওয়ার এমন অভিযোগ সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আর ওই রহস্য উন্মোচনে দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
দুদক জানায়, পুলিশ সুপার শেখ মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গাড়ি-বাড়িসহ অগাধ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতির মাধ্যমে তিনি নিজ ও পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড় গড়েছেন। ৭ পৃষ্ঠার সুনির্দিষ্ট এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন তা যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
সূত্র আরো জানায়, অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক পরিচালক জুলফিকার আলীকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন। অন্যদিকে দুদক পরিচালক কাজী শফিকুল আলমকে তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিশন আদেশে দুদক বিধিমালা-২০০৭ মোতাবেক অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।