নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ নেতা বদরুলের কোপে আহত সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে দেখতে স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন ওই কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নূরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে তিনি খাদিজাকে দেখতে হাসপাতালে যান।
পরে বেলা ১১টার দিকে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, খাদিজার অবস্থা সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার ভেতরে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এদিকে খাদিজার বাবা মাসুক মিয়া সৌদি আরব থেকে ও খাদিজার বড় ভাই শাহীন আহমদ চীন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকা এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন তার মামা আব্দুল বাসেত।