নিজস্ব প্রতিবেদক : রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিসাধীন খাদিজা বেগম নার্গিস তার বাম পায়ে সাড়া পাচ্ছেন।
খাদিজার বাবা মাসুক মিয়া সোমবার সাংবাদিকদের বলেন, ‘তার (খাদিজা) বাম হাত-পা আগে একেবারেই অবশ ছিল। এখন বাম পায়ে মৃদু চাপ দিলে তা অনুভব করতে পারে। পা নাড়ানোর চেষ্টা করে। তবে হাতের অবস্থা আগের মতোই আছে।’
মাসুক মিয়া বলেন, ‘খাদিজা খাবার খেতে পারছে। চিকিৎসকদের পরামর্শে তাকে জেলি, পুডিং, স্যুপ, দুধ, মধু ও নরম খাবার দেওয়া হচ্ছে। প্রথমদিকে খাবার খেতে তার যে সমস্যাগুলো হতো তা এখন আর হচ্ছে না। সে কথা বলতে পারছে, তবে বেশিরভাগ কথা অসংলগ্ন।’
চিকিৎসকরা বলেছেন, তাকে আরো দুই থেকে তিন মাস পর্যবেক্ষণে রাখার পর বোঝা যাবে তিনি কতটুকু সুস্থ্য হলেন।
গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুল আলম খাদিজার ওপর হামলা চালায়। ৪ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। এখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।
স্কয়ার হাসপাতালে প্রথম দফায় খাদিজার মাথায় ও পরে হাতে অস্ত্রোপচার করা হয়। তার অবস্থার একটু উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এরপর আইসিইউ থেকে এইসডিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে ২৬ অক্টোবর তাকে কেবিনে নেওয়া হয়।