খাদ্য অধিদপ্তরের সিন্ডিকেট, কাউন্সিলর মিথুনের তান্ডব

আল-আমিন এম তাওহীদ বরিশাল ব্যুরো: ভোলার খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদার নিয়োগের দরপত্রে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দরপত্র দাখিলের পূর্বে ও পরে যেসকল নীতিমালা অনুসরণের কথা ছিল তা মটেও নেই। সিডিউল মানি রিসিট কেটেও ঠিকাদারদের সিডিউল ফরম দেয় হয়নি। জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর এফরানুর রহমান মিথুন মোল্লার যত কারসাজি। একক সিন্ডিকেট আর অনিয়মের কাছে হার মারনতে হয়েছে ভুক্তভোগী খাদ্য পরিবহন ঠিকাদারের।

অনুসন্ধানে জানাযায়, গত ২৫ জুলাই খাদ্য অধিদপ্তরে পরিবহন ঠিকাদার নিয়োগের টেন্ডার আহবান করেন ভোলা জেলা খাদ্য অধিদপ্তর। জেলায় মোট ২৮টি লাইসেন্সের মধ্যে দরপত্র ড্রপিং হয়। ভোলা সদর উপজেলা খাদ্য অধিদপ্তরে মাত্র ৪ লাইসেন্সে দরপত্র ড্রপিং করা হয়। এরমধ্যে কাউন্সিলর মিথুন মোল্লার লাইসেন্স আমলে নিয়ে বাকিগুলো বাতিল করে দেয়। কাউন্সিলর মিথুনের ক্ষমতার দাপটে অন্য কোন লাইসেন্স বা ঠিকাদারদের কোন সুযোগ না দিয়ে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেছে ভোলার খাদ্য কর্মকর্তা।

নিয়মনীতিতে জানাযায়, কোন জনপ্রতিনিধির লাইসেন্সে সরকারি টেন্ডার নিতে পারবে না, এমনটা কথা থাকার পরও অনিয়মকে নিয়ম বানিয়ে টেন্ডার নেয় কাউন্সিলর মিথুন মোল্লা। এ নিয়ে ভোলা শহর জুরে সমালোচনার ব্যাপক ঝড়। তার ক্ষমতা আর খামখেয়ালির বিচারের দাবিও করেন ভুক্তভুগীরা।

ঠিকাদাররা জানান, টেন্ডার ফরমের জন্য ট্রেজারি চালান ফরম কাটার পরেও খাদ্য কর্মকর্তার অফিস টেন্ডার ফরম দিতে অস্বিকৃতি জানিয়েছেন। খাদ্য কর্মকর্তা কয়েক লক্ষ টাকার উৎকোচের মাধ্যমে সরকারের প্রায় দুই কোটি টাকার ক্ষতি করেছেন বলে তারা দাবি করেন।

কথায় আছে কেচুয়া খুজঁতে গিয়ে সাপ বেড়িয়ে আসে- তেমনি এর সাথে আরো জড়িত রয়েছে ভোলার টেন্ডার সিন্ডিকেট। এ সিন্ডিকেট ছাড়া অন্যদের কপালে মিলছে না ওপেন টেন্ডার বলেও জানাযায়। জেলার সকল টেন্ডার এই সিন্ডিকেটের দখলে রয়েছে।

সুত্রে আরো জানায়, ভোলা সদর খাদ্য অধিদপ্তর ১৭-১৮ এবং ১৮-১৯ অর্থবছরের জন্য দরপত্রের মাধ্যমে মের্সাস ফারিয়া ট্রেডার্স ৫ টাকা ১৯ পয়সা দরে ২ বছরের জন্য হেন্ডেলিং বা পরিবহন ঠিকাদার নিয়োগ দেয়। এতে সরকারের ব্যায় হবে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার মত। কিন্তু ১৯-২০ এবং ২০-২১ অর্থ বছরের জন্য মের্সাস হক এন্ড ব্রাদারসকে ১৯ টাকা ৭০ পয়সা দরে ঠিকাদার নিয়োগ করেন ভোলা খাদ্য অধিদপ্তর। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে সরকারের প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা বেশি ব্যয় হবে।

দাবি করছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, ওয়েবসাইটের তথ্য, আ লিক খাদ্য দপ্তরে টেন্ডার দাখিলের সুযোগ না রাখা, উপজেলা ও খাদ্যগুদামে কোন টেন্ডার নোটিশ না রাখা, জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয়ে কোন টেন্ডার বক্স না রাখা এবং পুনরায় কোন রি-টেন্ডারের সুযোগ না রাখাসহ বিজ্ঞপ্তির পুরো প্রক্রিয়াটি নিয়ে কোটি টাকার অনিয়ম হয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী ঠিকাদারগণ।

তাদের মধ্যে মের্সাস ফারিয়া এন্টার প্রাইজের সত্ত¡াধীকারী মোঃ ফারুক বলেন, খাদ্য কর্মকর্তা তাহসীনুল হক জেলা খাদ্য অফিসে সিন্ডকেট করে সরকারী টাকা লুটপাট করার জন্যই আমাদের ট্রেজারি চালান থাকার পরেও টেন্ডার ফরম দেয়নি এবং এর পিছনে মদদ দাতা হিসেবে রয়েছেন ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর এফরানুর রহমান মিথুন মোল্লা। শুধু নির্দিষ্ট কিছু ঠিকাদারদের দিয়ে লোক দেখানো টেন্ডার দাখিল করেছেন। আমরা এই অনিয়মের জন্য বিচারের বিভাগের কাছে দারস্ত হবো।

এবিষয়ে অভিযুক্ত কাউন্সিলর ইফরানুর রহমান মিথুন মোল্লার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাহসীনুল হকের সাথে আলাপ করলে তিনি বলেন, দরপত্র আহবান সবার জন্য উম্মুক্ত ছিল, তবে বুঝেন তো আমাদের কিছুই করার থাকে না। এ দরপত্রে সরকারের কয়েক কোটি টাকা ব্যায় বেশি হচ্ছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান বাজারে মুল্যস্ফীতি বেশি হওয়ার কারনে আমরা জমাকৃত দরপত্রের উপর ভিত্তি করেই যাচাই বাচাই প্রক্রিয়ার জন্য বিভাগীয় খাদ্য কর্মকতার বরাবরে সুপারিশ করেছি। সিদ্ধান্ত সেখান থেকেই নেয়া হবে।

এবিষয়ে বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজা মোঃ মহসীনের সাথে আলাপ করলে তিনি বলেন, ভুক্তভোগী ঠিকাদারগণ যদি আমারা বরাবরে কোন অভিযোগ দাখিল করেন তাহলে যাচাই বাছাই করে যদি কোন অসংগতি পাওয়া গেলে রি-টেন্ডারের মাধ্যমে পুনরায় দরপত্র আহবান করা হবে। তাছাড়া কোন অনিয়ম থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।