খাদ্য গুদামে চাউল ঘাটতিঃ মামলা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চাউল ঘাটতির অভিযোগে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া গুদামটি সিলগালা করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোলাপবাগ সরকারি খাদ্যগুদামে ৪২ মেট্রিক টন খাদ্য ঘাটতির অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আহাদ আলী বাদী হয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান জানান, বিকেলে তিনি আকস্মিকভাবে উপজেলা সদরে অবস্থিত গোলাপবাগ সরকারি খাদ্যগুদামে যান। এ সময় তিনি গুদামের মজুদের খোঁজখবর নিতে গেলে ৪২ মেট্রিক টন চাউল ঘাটতির বিষয়টি ধরা পড়ে। পরে খাদ্য গুদামটি সিলগালা করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আহাদ আলী জানান, গুদামে চাউল ঘাটতির অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল্লাহকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। এ ছাড়া চাউল ঘাটতি ও গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।