
নবী (সাঃ) বর্তমান যুগে বেচে থাকলেও, তিনিও টাকা দিয়ে ফেতরা দিতেন। তার কারণ হচ্ছে, নবী সঃ এর যুগে গম, খেজুর, কিশমিশ ইত্যাদি খাদ্যদ্রব্য দিয়ে লেনদেন বেশি হতো, বিভিন্ন কাজের পারিশ্রমিক দেওয়া হতো খাদ্যদ্রব্য দিয়ে।
সহিহ হাদিসে দেখা যায় যে, ঐ যুগে সর্বনিম্ন একটি মাত্র স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মূদ্রা দিয়ে, একটা ছাগল কেনা যেত। অর্থাৎ একটি স্বর্ণ বা রৌপ্য মুদ্রার দাম ছিলো অনেক বেশি। এসব স্বর্ণ, রৌপ্য মুদার কোন ভাংতি ছিলো না। অথবা এসব মুদ্রার খুচরা ছিলো না।
বর্তমান যেমন, এক হাজার টাকার নোট আছে। আবার ৫, ১০, ২০, ৫০, ১০০ টাকার খুচরা নোটও আছে। নবী (সাঃ) এর যুগে এমন খুচরা বা ভাংতি মুদ্রা ছিলো না।
সেজন্য নবী (সাঃ) এবং সাহাবিগণ বিভিন্ন কাছের পারিশ্রমিক হিসেবে খেজুর, গম, কিশমিশ ইত্যাদি খাদ্যদ্রব্য দিয়ে দিতো।
স্বর্ণ বা রৌপ্য মুদ্রা দিয়ে লেনদেন করা হতো বড় বড় কাজে। যেমন, ছাগল, উট ইত্যাদি কেনাবেচায় মুদ্রা দিয়ে এবং এসবের পাশাপাশি যাকাতও দেওয়া হতো মুদ্রা দিয়ে। কারণ, যাকাত এর দানের পরিমাণ অনেক বেশি। সারে ৫২ তলা রৌপ্য বা সেই পরিমাণ স্বর্ণ বা সম্পদ জমা থাকলে, তার উপর ভিত্তি করে, মোটা অংকের অর্থ দান করা লাগতো। বিধায়, ঐ সময় যাকাত দেওয়া হতো স্বর্ণ বা রৌপ্য মুদ্রা দিয়ে।
আর বিভিন্ন ছোট ছোট লেনদেন করা এবং বিভিন্ন দিন মুজুরি কাজের পারিশ্রমিক দেওয়া হতো খাদ্যদ্রব্য দিয়ে। ছোট ছোট দান করা গুলোও করা হতো খাদ্যদ্রব্য দিয়ে।
আর ফেতরা যেহেতু ছোট দান, কম অর্থের প্রয়োজন। তখন যেহেতু, বর্তমান সময়ের মতো, ফেতরার মতো ছোট দানের জন্য খুচরা বা ভাংতি কোন মুদ্রা বা টাকা ছিলো না। তাই তখন নবী (সাঃ) এবং সাহাবিগণ খেজুর, গম, জব, কিশমিশ, ইত্যাদি এসব খাদ্যদ্রব্য দিতে ফেতরা দিতেন।
ফেতরার মত ছোট দান করার জন্য, তখনকার সময়ে যদি বর্তমান সময়ের মতো খুচরা বা ভাংতি মুদ্রা বা টাকা থাকতো,
তাহলে নবী (সাঃ) এবং সাহাবিগণ, সবাই খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা না দিয়ে, খুচরা টাকা বা ভাংতি মুদ্রা দিয়ে ফেতরা দিতেন।
বর্তমান সময়ে নবী সঃ যদি জীবিত থাকতেন, তাহলে এটা মোটামুটি সুনিশ্চিত করেই বলা যায় যে, তিনি (সাঃ) টাকা দিয়েই ফেতরা দিতেন।
নবী (সাঃ) সময়ে খেজুর গম কিশমিশ দিয়ে ফেতরা দেওয়ার আসল কারণ হচ্ছে এটাই।
যারা সব সময় সহিহ হাদিস এবং সুন্নতের অনুসরণ করতে চায়, কিন্তু সেই সুন্নতের যুগ উপযুগি বাস্তবায়ন বুঝতে চায় না। অথবা, কোন ইজতেহাদ বা যুগ উপযুগি কোন যুক্তি মানতে চায় না, তাদেরকে বলছি।
হুবহু সহিহ হাদিস অনুসারে সুন্নতের অনুসরণ হচ্ছে কোন ইজতেহাদ বা যুক্তি প্রয়োগ করে নবী (সাঃ) এর সহিহ সুন্নত বাদ দেওয়া নাজায়েজ কাজ এবং তা হারাম। যেমন:
* নবী (সাঃ) এবং সাহাবিরা তীর ধনুক বল্লম তরবারি দিয়ে যু’দ্ধ করছিলো। সুতরাং এসব দিয়ে যু’দ্ধ করা সুন্নত।
পিস্তল, বোমা, কামান ক্ষেপণাস্ত্র, জাহাজ, প্লেন ইত্যাদি দিয়ে যুদ্ধ করা হারাম, সুন্নতের খেলাফ।
*শত শত সহিহ হাদিস থেকে প্রমাণিত যে, নবী (সাঃ) স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে কেনাকাটা করতেন, ব্যবসা করতে, যাকাত দিতেন।
সুতরাং, আপনাকেও এ সমস্ত কাজ এবং লেনদেন, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে করতে হবে, এটাই হচ্ছে সহিহ মোতাবেক নবী এর প্রমাণিত সুন্নত।
নবী (সাঃ) কখনো টাকা দিয়ে এ সমম্ত কাজ করেননি।
সহিহ হাদিসের উপর ভিত্তি করে এ রকম হাজারো অকাট্য যুক্তি দেওয়া যাবে, যেগুলো কোন ইজতেহাদ ছাড়া, কোন সহিহ নামধারী কেউ খন্ডন করতে পারবে না ইনশাআল্লাহ।
নবী (সাঃ) এর যুগে যেসব দ্রব্য সামগ্রী জিনিস প্রচলিত ছিলো, চালু ছিলো, সেসব জিনিস তিনি প্রয়োজন অনুসারে প্রয়োগ করতেন। এগুলো হচ্ছে নবী সঃ এর যুগের সময় অনুসারে দেশিও সুন্নত, এগুলো ইসলামি শরিয়াতের সুন্নত নয়।
নবী (সাঃ) যদি বর্তমান সময়ে বেচে থাকতেন, তাহলে অবশ্যই খাদ্যদ্রব্য বাদ দিয়ে বর্তমান যুগ অনুযায়ী ছোট ছোট দানের ক্ষেত্রে, ফেতরা দেওয়ার ক্ষেত্রে টাকা ব্যবহার করতেন।