খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলন করে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।