তফিজ উদ্দিন আহমেদ, খানসামা দিনাজপুর প্রতিনিধি: খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোনায়েম খাঁন অটিসস্টিক বিদ্যালয় এবং কলেজ শিক্ষক নিয়োগ বানিজ্যে অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারিতার মাধ্যমে চাকরি দেয়ার নামে ৩৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায় মোনায়েম খাঁন সাবেক আওয়ামী লীগ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী, পরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির ছত্রছায়ায় অধ্যক্ষ খানসামা উপজেলায় আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য পদ পেয়ে কলেজ প্রাঙ্গণে এম কে বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় স্থাপন করে কলেজসহ লোক নিয়োগের কথা বলে চারজন প্রার্থীর নিকট থেকে হাতিয়ে নেয় ৩৭ লক্ষ টাকা।ওই ভুক্তভোগীরা হলেন লেলিন খান,মনজুরুল ইসলাম, গায়েত্রী রনী ও জয়শ্রী রায়।
অধ্যক্ষের স্বৈরাচারী ক্ষমতার দাপটে প্রার্থীদের টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেছে বলে এলাকাবাসীর পক্ষে ৯০জন স্বাক্ষরিত মোবাইল নম্বরসহ অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। এছাড়াও তার নিজ নামে অবৈধ উপার্জনে দিনাজপুর শহরে ছয় কোটি টাকা মূল্যের দুইটি বাড়ি রয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণের জন্য ২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি হোসেনপুর ডিগ্রী কলেজ খানসামা দিনাজপুর বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে।