খানসামায় কৃষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানে কৃষি উপকরণ বিতরণ

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ ও ২০২৫-২৬ মৌসুমে দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আম, লেবু, নারিকেল, তাল, নিম, জাম ও কাঁঠালের চারা, মরিচ বীজ এবং গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার রায়।
এদিন ৯৫০ শিক্ষার্থীর মাঝে নিম, কাঁঠাল, বেল ও জাম গাছের চারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২০০টি নারিকেল ও ১২০টি তালের চারা বিতরণ করা হয়। এছাড়া দুইশ কৃষককে আম গাছের চারা, মরিচ ও পেঁয়াজ বীজ, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৪টি এয়ার ফ্লো মেশিন কৃষকদের প্রদান করা হয়।
কৃষি আধুনিকায়ন ও পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এইজন্য কৃষকদের সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।