খানসামায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ 

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় গ্রাম আদালত সক্রিয়করণ  ( ৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ,স্থানীয়  সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২২ মে সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ কমপ্লেক্স হল রুমে উপজেলার ৬ টি ইউপির ৭১ সদস্য সদস্যাগণের   পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে ৩ টি ব্যাচে দুই দিন ব্যাপি গ্রাম আদালত  প্রশিক্ষণের উদ্বোধন করেন মোঃ রিয়াজ উদ্দিন, উপঃ পরিচালক, স্থানীয় সরকার বিভাগ দিনাজপুর । প্রশিক্ষণে গ্রাম আদালতের গুরুত্বারপ করে বক্তব্য রাখেন তিনি।
এসময় আরো  বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার, সমাজসেবা অফিসার তমিজুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারি,উপজেলা গ্রাম আদালতে কো-অর্ডিনেটর আমানুর রহমান প্রমুখ।