
তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টোক হোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ আগস্ট বিকেলে খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ডেমক্রেসিওয়াচের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনের সভাপতিত্বে ও ডেমক্রেসিওয়াচের জেলা সমন্বয়কারী কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য নুরুল হক, ডেমক্রেসিওয়াচের সিনিয়র ফিল্ড অফিসার নাফিসা সাদাফ, খানসামা প্রেসক্লাবের সহ-সভাপতি তফিজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলামসহ শিক্ষক রানী আক্তার , এনজিও প্রতিনিধি, সংবাদকর্মীগণ ও উপজেলার ৩০জন যুবক-যুবতীরা।