খানসামায় নবাগত ইউএনও যোগদান

তফিজ উদ্দিন আহমেদ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ কামরুজ্জামান সরকার। তিনি ৩৬ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। রবিবার (০৫ জানুয়ারী) সন্ধ্যায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার।
এর আগে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাগণ।কামরুজ্জামান সরকারের  এর পূর্বে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কমরত ছিলেন। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন।