খানসামায় পহেলা বৈশাখ উদযাপিত 

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ  পরিবেশে পহেলা বৈশাখ বর্ষবরণ আনন্দ সভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৪ এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বৈশাখী চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সকল বিভাগের কর্মকর্তা- কর্মচারী,ছাত্র,শিক্ষক,সাংবাদিক সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বাঙালির ঐতিহ্য পান্তা ভাত খাওয়ানোর পর ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।