তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর)
আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশালমিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে জড়ো হয়ে অগ্নিমশাল হাতে স্লোগান দিতে শুরু করেন প্রার্থী হতে ইচ্ছুক বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীরা। পরে সেখান থেকে মিছিলটি পাকেরহাটের প্রধান সড়কে বের হয়। এসময় তারা” জিয়ার সৈনিক এক হও-এক হও, অবৈধ মনোনয়ন, মানিনা-মানবোনা”, “প্রার্থী পরিবর্তন চাই”, “মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দাও” এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পাকেরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবার একই স্থানে ফিরে এসে সমাবেশে পরিণত হয়। এদিকে প্রার্থী পরিবর্তনের দাবিতে এমন মশাল মিছিলে পুরো অঞ্চলে
রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের মধ্যে কর্নেল মোস্তাফিজুর রহমানের প্রতি সমর্থন বেশ প্রবল। ফলে তাঁকে মনোনয়ন না দিলে খানসামা ও চিরিরবন্দর এই দুই উপজেলায় দলের অভ্যন্তরীণ বিভাজন আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকে।
উল্লেখ্য, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়াকে প্রার্থী ঘোষণা করে দল।
এরই প্রতিবাদে এর আগে গত ১৭নভেম্বর সন্ধ্যায় প্রার্থী পরিবর্তনের দাবিতে র্যালি, মৌন মিছিল ও মতবিনিময় সভা এবং ১৯ নভেম্বর সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল হালিম এবং কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী।


