
তফিজ উদ্দিন আহমেদ, খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গত ১১ জুলাই শুক্রবার সন্ধ্যের সময় দিনাজপুর-৪(খানসামা চিরিরবন্দর) নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরীর কাচিনিয়া বাজারের পথসভা চলাকালীন সময় অতর্কিত ভাবে কতিপয় আখতার ও তুহিন গ্রুপের সন্ত্রাসী দ্বারা নেক্কারজন নৃশংস হামলায় ও ভাঙচুরের শিকার হন বলে জানান মোস্তাফিজুর রহমান চৌধুরী।
নৃশংস হামলায় ও ভাঙচুরে ৪০ জন নেতাকর্মীদের আহত এবং অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবিতে খানসামা উপজেলা বিএনপি’র আয়োজনে ১২ জুলাই দুপুরে বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেন কর্নেল(অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরী। লিখিত বক্তব্য শেষে তিনি বলেন গতকালের ঘটনাস্থল হতে সেনাবাহিনী সদস্য ও পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৪০ জন আহত রোগী ভর্তি করা হয়েছে এবং এরা চিকিৎসাধীন রয়েছে।