তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর)প্রতিনি ধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ওয়েব সাইটে(https://lnk.ua/J4ZRbEa4E ) প্রকাশ করেছে খানসামা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার ১৫টি কিন্ডারগার্টেনর শিক্ষার্থীরা এবাবে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ২৫০জন অংশগ্রহণ করে এর মধ্যে মেধা ও সাফল্যের ভিত্তিতে ৪৮জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি ও ৩৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছেন।
খানসামা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি তফিজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া আশাবাদ ব্যক্ত করে জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীরা মেধা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা বিকশিত করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলের বিশ্বাস।


