খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে  প্রস্তুতি মূলকসভা 

তফিজ উদ্দীন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।