খানসামায় স্কুলের মাঠ দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ 

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলার টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সতীশ চন্দ্র রায় বিধই বহির্ভূত ভাবে স্কুলের মাঠ দখল করে বাড়িঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ২৭ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসের বরাবরে লিখিত ভাবে অভিযোগ করেন ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি  গোলাম রব্বানী।
অভিযোগে জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠান লগ্নে পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার দুকুড়ী গ্রামের চিত্ত রঞ্জন রায় একই গ্রামের জমি দাতা হরেক চাঁদ ব্রজবাসীর নিকট থেকে ৮/৮/১৯৯৬ ইং তারিখে ৩০২৮ নং দলিল মূলে বিভিন্ন দাগে ডাঙ্গা ১ একর ৩০ শতাংশ জমি মহাপরিচালক নিম্ন ও  উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর অনুকূলে দিনাজপুর জেলার অন্তর্গত খানসামা উপজেলাধীন ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া মৌযায় ওই বিদ্যালয়টি ১৯৯৬ ইং সালে স্থাপিত করেন।
তৎকালীন সভাপতি চিত্ত রঞ্জন রায়০১/০৯/১৯৯৭ ইং তারিখে সতীশ চন্দ্র রায় কে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেন। নিয়োগের পর স্কুলের সম্মুখ মাঠ দখল করে ঘরবাড়ি নির্মাণ করার ফলে স্কুলের খেলার মাঠটি বন্ধ হয়ে যায়। রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় এলাকাবাসীর সাথে প্রতারণা করছে বলে জানন বাদী। চাকুরী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ সহ অবৈধ জমি দখলদারের  নিকট থেকে জমি উদ্ধারের দাবি জানানো হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক সতীশ চন্দ্র রায়ের কাছে জানতে চাইলে তিনি জানান ওয়ারিশ এর নিকট থেকে জমি রেজিস্ট্রি নিয়ে আমি মাঠে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছি।