দুর্নীতি শিক্ষার ফাইল পত্রে বাসা বেধেছে

খানসামায় ৩ কলেজের অধ্যক্ষ পলাতক শিক্ষায় ধষ

তফিজ  উদ্দিন আহমেদ,  খানসামা (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার তিনটি কলেজ বর্তমানে অধ্যক্ষ বিহীন  প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কলেজগুলো হলো পাকেরহাট সরকারি কলেজ, খানসামা ডিগ্রি কলেজ এবং হোসেনপুর ডিগ্রি কলেজ। সরকারিকরণ কিংবা এমপিওভুক্তির পরও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নেই পাঠদানের জোরালো চিত্র। নেই নিয়মিত শ্রেণিকক্ষে শিক্ষকের উপস্থিতি। নেই অধ্যক্ষের উপস্থিতি। যার ফলে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।
 পাকেরহাট কলেজ সরকারিকরণের পর এই কলেজে পাঠদানের মান কোথাও নেই। শিক্ষার্থীরা জানিয়েছে, তারা অধিকাংশ শিক্ষককেই চেনে না। এমনকি শিক্ষকরা শিক্ষার্থীদের নাম-রোল পর্যন্ত জানেন না। ক্লাস হয় না বললেই চলে। এমনকি কলেজের বার্ষিক পরীক্ষা ও অভ্যন্তরীণ মূল্যায়নও কেবল নামমাত্র হয়। অধিকাংশ খাতা মূল্যায়নই হয় না।
জানা গেছে, ২০২৪ সালের ২৩ অক্টোবর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে খানসামা থানায় দায়ের হওয়া একটি মামলায় অধ্যক্ষ
শাহাদাত হোসেন সবুজ এজাহারভুক্ত আসামি। মামলার পর একটি সূত্র জানায় কলেজের একাউন্ট থেকে তিনি ৩৫ লাখ টাকা উত্তোলন করে হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান।আলোচিত এই অধ্যক্ষ দুর্নীতি আর গাফিলতিতে গাঁথা  অদৃশ্য শক্তি দ্বারা বেতন ভাতা উত্তোলন করে যাচ্ছেন। নূন্যতম যোগ্যতা না থাকা সত্যেও মন্ত্রী মামার আশীর্বাদে ওই কলেজের কীর্তিমান অধ্যক্ষ।তিনি গত বছর সরকার পতনের পর থেকেই  কলেজে অনুপস্থিত। তবে বেতন উত্তোলনসহ গোপনে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এই কলেজের কেরানিও উক্ত একই মামলায় একজন এজাহারভুক্ত আসামি। তিনিও মাঝেমধ্যে কলেজে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে আবার উধাও হয়ে যান। এমন অবস্থায় কলেজ নিয়ন্ত্রণের কেউ নেই, নেই প্রশাসনিক তদারকি। এছাড়াও উপজেলার খানসামা ডিগ্রি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এবং বর্তমানে আইসিটি লেকচারার সাইফুল ইসলাম কলেজে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন।
একই ভাবে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খাঁন কলেজে উপস্থিত না হয়েই বেতন-ভাতা উত্তোলন করে যাচ্ছেন।তার কলেজে শিক্ষার্থী কাগজে কলমে থাকলেও, উপস্থিত একেবারেই নেই।
উল্লেখ্য, অধ্যক্ষ মোনায়েম খাঁন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ছিলেন এবং তিনিও ২০২৪ সালের ২৩ অক্টোবর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত আসামি হলেও তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
এব্যাপারে জনগণ ফ্যাসিবাদিদের হাত থেকে শিক্ষা অঙ্গন উর্দ্ধোতন কর্তৃপক্ষের তদন্ত করে আইনগত ব্যবস্থা নিয়ে মুক্ত করবেন।