তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ২০২৫ এর সমাপনী উপলক্ষে ১৪ জানুয়ারি বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনী পরিদর্শন করেন এবং এরপরপুরস্কার ও সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক।
এ সময় উপজেলার সকল বিভাগের কর্মকর্তার বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে নবম বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম হয়েছে মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুল, দ্বিতীয় হয়েছে গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়,তৃতীয় হয়েছে সকিনা ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়।এছাড়াও বাকি স্কুলকেও শান্তনা পুরস্কার দেওয়া হয়।