খানসামায় বন্যার্তদের পাশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

এস.এম. রক,ি খানসামা(দনিাজপুর)প্রতনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ ১৬ টি সাঁওতাল পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করলেন খানসামার কৃতি সন্তান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভাগের অধ্যাপক ড.শফিকুল ইসলাম।

তিনি বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে দুহশুহ সাঁওতাল পাড়ায় প্রত্যেক পরিবারের মাঝে আড়াই হাজার টাকা করে প্রদান করেন এবং উপজেলা পরিষদের তহবিলে চব্বিশ হাজার টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান,খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ড.শফিকের শ্বশুর ও খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, খানসামা অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক ধীমান দাস,ড.শফিকের স্ত্রী লূবনা চৌধুরী, প্রভাষক হাজ্জাজ আল হাদী,ইউপি সদস্য কাছুমদ্দিনসহ প্রমূখ।