মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ আসাম রহমান (৫৫)নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার(২৭আগষ্ট) দুপুর ১২ টার দিকে তার নিজ বাড়িতেই এ র্দূঘটনাটি ঘটে।
নিহত আসাম উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া গ্রামে মৃত রহমান আলীর ছেলে।
প্রতিবেশী সাজু রহমান জানান, তার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই বৈদ্যুতিক পাখার সংযোগ মেরামত করছিল।
এ সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরিবারের লোকেরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।