মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার(৯সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেবুর রহমান এ আদেশ দেন।
দন্ডাদেশপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুর্বনখুলি গ্রামের মৃত জামাল ভূইয়ার ছেলে গোপাল ভূইয়া(৩৬)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে থানা পুলিশের একটি টিমকে নিয়ে উপজেলার সূর্বণখুলি গ্রামে গিয়ে বাংলা মদ তৈরির সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থলেই উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হয়।