খানসামা উপজেলা পরিষদ পুকুরে ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ পুকুরে নির্মিত উন্নত ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণ কাজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক রফিকুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি ঘাটলা ও ওয়াকওয়ের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে পুকুর পাড়ে বৃক্ষরোপণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানে আলম, সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত্বাবধানে ইজিপি টেন্ডারের মাধ্যমে প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রায় ৯৮৪ ফিট দীর্ঘ ও সাড়ে ৫ ফিট প্রশস্ত নতুন রাস্তা ও ওয়াকওয়ে নির্মাণ, টাইলস, সিট বেঞ্চ স্থাপন এবং ঘাটলা নির্মাণ করা হয়েছে।
এটি সাধারণ মানুষের হাঁটাচলা, ব্যায়াম, বিশ্রাম, বিনোদন ও অবসর সময় কাটানোর জন্য উন্মুক্ত থাকবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “খানসামা উপজেলা পরিষদ পুকুর এলাকায় এ ধরনের সুন্দর ও মানসম্মত ওয়াকওয়ে সাধারণ মানুষের জন্য একটি দৃষ্টিনন্দন এবং মনোরম পরিবেশ তৈরি করবে। খানসামার মানুষ বিনোদন, হাঁটাচলা ও সতেজ বাতাসে সময় কাটানোর জন্য আরেকটি সুন্দর স্থান পেল। এ ধরনের জনবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”