কুমিল্লায় মাহবুবুল ইসলাম কালু (২৮) নামে মুরগি ও মাছের খামারের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জেলার আদর্শ সদর উপজেলার সমুহারপাড় এলাকার একটি ব্রিক ফিল্ড সংলগ্ন খামার পাহারার একটি ঘরে তাকে হত্যা করা হয়।
মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত ওই কর্মচারী কালু জেলার আদর্শ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আবদুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার কমলাপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আরিফুল ইসলামের মালিকানাধীন মুরগি ও মাছের খামারের কর্মচারী ছিলেন মাহবুবুল ইসলাম কালু। খামারের মালিক প্রায় ২ মাস আগে একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এতে কালু ওই খামার দেখভাল করতেন এবং খামার পাহারা দেওয়ার জন্য এর পাশে নির্মিত একটি ঘরে রাতে থাকতেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব জানান, কি কারণে এ হত্যাকা- ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।