
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে জনমত সৃষ্টি হওয়ায় সরকারবিরোধী আন্দোলনের দিকে যেতে চায় বিএনপি। বিশিষ্টজনরা বলছেন, এ নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা না করাই ভালো।
নিষ্ফল আন্দোলন না করে আবারও আইনি পথে হাঁটতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তারা।
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার দুই বছর পর শর্তসাপেক্ষে নির্বাহী আদেশে মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর কয়েক দফা হাসপাতালে ভর্তি হন তিনি। বরাবরই তার বিদেশে চিকিৎসার দাবি জানানো বিএনপি পালন করছে মাঠের কর্মসূচি। তবে সেটি কি শুধুই চিকিৎসার দাবি? প্রশ্ন তুলছেন অনেকেই।
কিন্তু খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে ব্যর্থ হয়েছে বিএনপি। আইনি পথেও হেরে যায় দলটি।
গত ১৩ নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিদেশে চিকিৎসা ও মুক্তির পুরানো দাবিতে আবারো আন্দোলনে দল। এবার দাবি স্থায়ী মুক্তির। তবে আইনি পথে হাঁটতে চায় না তারা। দলটির নেতারা বলছেন, তার চিকিৎসা ইস্যুতেই সরকারবিরোধী আন্দোলনের দিকে যেতে চায় দল।
নেতাদের এমন বক্তব্যই পরিষ্কার নেত্রীর বিদেশে চিকিৎসা ইস্যুকে পুঁজি করে সরকারবিরোধী আন্দোলন চাঙা করতে চায় বিএনপি। সে অনুযায়ী ৮ দিনের সিরিজ কর্মসূচি পালন করছেন তারা। অতীতে মুক্তি আন্দোলন করতে ব্যর্থ দলটি আবারও নেত্রীর মুক্তি ও সরকার পতনের হুঁশিয়ারি দিচ্ছেন। যদিও সরকারের নির্বাহী আদেশে ১৮ মাস ধরে মুক্ত খালেদা জিয়া। নিচ্ছেন পছন্দের হাসপাতালে চিকিৎসাও।
দলটির নেতাদের দাবি, এ ইস্যুতে সরকার বিরোধী জনমত সৃষ্টি হয়েছে।
রাজধানীতে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরেকটি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ একটা জায়গাতে দাঁড়াচ্ছে। এটা যে কোনো মুহূর্তে সরকারের ওপর মানে সরকারবিরোধী আন্দোলন তীব্র হবে।
তবে বিএনপিপন্থি বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ বলছেন ভিন্ন কথা। তার প্রত্যাশা আদালতে গেলে দুই সপ্তাহের মধ্যে বিদেশে চিকিৎসার সুযোগ মিলতে পারে।
তিনি বলেন, হাইকোর্টে যাওয়া উচিত বলে আমার মত। সেখানে গিয়ে একটা জামিন নিয়ে দেশের বাইরে চলে যাওয়া উচিত।
এ বিষয়ে উচ্চ আদালতের স্বপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছেন তিনি। যদিও আদালতের প্রতি তাদের আস্থাহীনতার কথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা।
খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, বহু বার আদালতে গিয়েছিলাম এবং মেডিকেল রিপোর্টও আদালতে এনে দেখিয়েছি কিন্তু নির্বাহী বিভাগের হস্তক্ষেপের কারণে আমরা আদালত থেকে সে রকম আদেশ পাইনি।
বিশিষ্টজনরা বলছেন, চিকিৎসা ইস্যুতে বিএনপি- আওয়ামী লীগ দুই দলেরই উচিত রাজনীতি না করা। অর্থাৎ চিকিৎসা ইস্যু নিয়ে কোনো পক্ষেরই রাজনীতি করা সমীচীন নয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, চিকিৎসার বিষয়টিকে ধোঁয়াশার মধ্যে রেখে এটাকে রাজনীতিকরণ এটাও একটা দলবাজী। ভালো হোক মন্দ হোক, আমি পছন্দ করি আর না করি রাজনৈতিক সংগ্রাম ইতিহাসে এ ধরনের ব্যক্তিত্বের প্রতি একটা ভিন্নতর মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সরকারের বিবেচনা করা উচিত।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে বেগম জিয়ার করা আপিল তিন বছর ধরে পড়ে আছে সুপ্রিম কোর্টে।
এদিকে, গত ২৫ নভেম্বর থেকে নেত্রীর বিদেশে চিকিৎসা ইস্যুতে আন্দোলন করছে দলটি। দু-একদিনের মধ্যে আরো কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।